আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে জানুন

ইনোভেটর আইটি একটি

ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি

আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকি। আমাদের দীর্ঘ দুই বছরের অভিজ্ঞতার আলোকে একজন উদ্যোক্তাকে সঠিক মার্কেটিং সেবা ও পরামর্শ প্রদানের মাধ্যমে নতুন কাস্টমার পেতে এবং পুরনো কাস্টমারদের সাথে এনগেজফুল রেখে দশ গুন পর্যন্ত বিক্রি বৃদ্ধিতে সাহায্য করি।

আমাদের অর্জন

আপনাদের আস্থা ও ভালবাসায় আমাদের অর্জন

0 +

Project Compleate

0 +

Clients Globally

0 +

Brand Joined

0 +

Marketing Expert

প্রশংসাপত্র

আমাদের সেবা নিয়ে গ্রাহকদের মন্তব্য

আলহামদুলিল্লাহ আমাদের দেশী মিঠাই'তে অনেকেরই অবদান আছে, তার মধ্যে অন্যতম এক বড় অবদান হলো Innovator IT এর, এখান থেকে সার্ভিস নিয়ে আমার যেই বিষয়গুলো বেশি ভালো লেগেছে, তার মধ্যে একটি হলো কাষ্টমার সাপোর্ট

Shamim Gazi Founder Of Deshi Bazar

ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে Innovator IT, one of the best, ফেইসবুক পেইজ সেটাপ থেকে শুরু করে ওয়েব ডিজাইন পর্যন্ত সব গুলোই অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে। আমি সন্তুষ্ট তাদের সার্ভিস এর সাথে। তাদের সার্ভিস নিতে পারেন নিশ্চিন্তে।

Maruf Khan Founder Of Dmart BD

তাদের সার্ভিস অনেক ভালো, এবং তাদের সাপোর্ট সিস্টেম অনেক ভালো, খুবই ডেডিকেটেড টি সাপোর্ট দেয় এবং তারা অনেক আন্তরিক। এক কথায় বলতে গেলে বাংলাদেশের মধ্যে তারা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে । ধন্যবাদ ইনোভেটর আইটিকে

Hridoy Ahmed Founder Of China Bazar

অ্যাড রান হবার পর আজ দুইদিনে ৭ হাজার টাকা সেল আলহামদুলিল্লাহ অন্যান্য পোস্টেও রিচ ভালো। আপনাদের সার্ভিস যথেষ্ট প্রফেশনাল এবং সন্তোষজনক। আমি পুরোপুরিভাবে সন্তুষ্ট, ধন্যবাদ ইনোভেটর আইটিকে এত সুন্দর সার্ভিস দেয়ার জন্য

Mahfuz Selim Founder Of BeOrganics

সঠিক টার্গেটিং এর মাধ্যমে মার্কেটিং করে আমার পেজের গ্রোথে সহায়তা করার জন্যে ধন্যবাদ আপনাদের। আমার পেজ লিবাস বিডির মার্কেটিং এঁর শুরু থেকেই আপনারা খুব হেল্প করেছেন, ধন্যবাদ ইনোভেটর আইটিকে এত সুন্দর সার্ভিস দেয়ার জন্য।

Rezaul Houq Founder Of Kids E Zone

যেকোনো প্রয়োজনে কল করুন

আমাদের সম্মানিত গ্রাহক

ক্লায়েন্ট স্যাটিসফেকশন আমাদের একমাত্র লক্ষ্য! ক্লায়েন্ট খুশি তো আমরাও খুশি!!